
কে.এম আলী, (বিশেষ প্রতিনিধি)।।
খুলনার নগরীর খান জাহান আলী থানার যোগিপোল এলাকায় নিজ স্ত্রী যোহানা আক্তার ঊষাকে হত্যার দায়ে সাবেক পুলিশ সদস্য মোঃ মাহমুদ আলমকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ৬ অক্টোবর (বুধবার) খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্য মো. মাহমুদ আলম সাতক্ষীরা আশাশুনির জামালনগর গ্রামের জবেদ আলী সরকারের ছেলে। তিনি খুলনার শিরোমনিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: