অভয়নগরে মাদক সিন্ডিকেটের ইউসুফ আটক বিপুলপরিমাণ গাজা উদ্ধার

বিশেষ প্রতিনিধি। | প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ১৬:৩৩

বিশেষ প্রতিনিধি।
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ১৬:৩৩

ফাইল ফটো

বিশেষ প্রতিনিধি।। অভয়নগরে মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য ও উপজেলার গাজা ব্যবসার নিয়ন্ত্রক মোঃ ইউসুফ বিশ্বাস(৩০) কে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় অভিযান চালিয়ে ৪ কেজি ৫০০ গ্রাম (সারে চার কেজি) গাজা উদ্ধার করা হয়। আটক ইউসুফ উপজেলার ৩ নং চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের আক্কাস বিশ্বাসের ঔরসজাত

ও করিম বিশ্বাসের পালিত পুত্র।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পক্ষ থেকে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই(নিঃ) শেখ আবু হাসান, এএসআই(নিঃ) মোঃ নাজমুল ইসলাম, এএসআই(নিঃ) সৈয়দ শাহীন ফরহাদ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর অভয়নগর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে গত ৯ আগষ্ট দুপুর ১ টা ৪০ ঘটিকায় উপজেলার ৩ নং চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের করিম বিশ্বাসের খড় রাখা ঘরের মেঝেতে পুতে রাখা ড্রামের মধ্যে হতে ০৪(চার) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ আসামী মোঃ ইউসুফ বিশ্বাস কে আটক করা হয়েছে। এ ঘটনায়
এসআই(নিঃ)শেখ আবু হাসান বাদী হয়ে ধৃত আসামী সহ পলাতক আরও একজন আসামীর বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এজাহার দায়ের করা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: