যশোর-৫, মনিরামপুরে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

সমসাময়িক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬ ১৮:৫৮

সমসাময়িক
প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬ ১৮:৫৮

ফাইল ফটো

আসছে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ৩ জানুয়ারি শনিবার সংসদীয় আসন ৮৯ যশোর- ৫, মনিরামপুরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন- শহীদ মোঃ ইকবাল হোসেন (স্বতন্ত্র, কলস মার্ক), গাজী এনামুল হক (দাঁড়িপাল্লা), মুফতি রশিদ আহমদ (ধানের শীষ) এবং জয়নাল আবেদিন টিপু (হাতপাখা)। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর-৫ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যশোর-৫ (মনিরামপুর) আসনে যাচাই-বাছাই এ মনোনয়ন বাতিল হয়েছে চারজন প্রার্থীর। তারা হলেন- কামরুজ্জামান, গোলাম মোস্তফা, এমএ হালিম ও ডা. নজরুল ইসলাম।




আপনার মূল্যবান মতামত দিন: