নওয়াপাড়ার পদস্থগিত বিএনপি নেতা জনি ও তার সহোযোগি আটক

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫ ১৪:৩৮

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫ ১৪:৩৮

ফাইল ফটো

যশোরের শিল্প ও বাণিজ্যিক নগরী নওয়াপাড়া পৌর বিএনপির (পদস্থগিত) সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি (৪০)ও তার সহোযোগি ৩ নং চলিশিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তুহিন (৩৮) কে আটক করেছে যৌথবাহিনি। ১৪ আগষ্ট সকাল ৭ টায় খুলনার সোনাডাঙা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক আসাদুজ্জামান জনি নওয়াপাড়া বাজার গুড়হাটা এলাকার কামরুজ্জামান মজুমদারের পুত্র। সাবেক ইউপি সদস্য তুহিন চলিশিয়া ইউনিয়নের ৫ নং কোটা গ্রামের মাহমুদ শেখের পুত্র।

গত ২ আগষ্ট নওয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে বালুতে পুতে অস্ত্রের মুখে ৪ কোটি টাকা আদায় করার অভিযোগ তুলে ভুক্তভোগীর স্ত্রী আসমা খাতুন বাদি হয়ে জনি সহ ৬ জনকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেন। দীর্ঘদিন প্রচেষ্টার পর আজ ১৪ আগষ্ট (বৃহস্পতিবার) ভোরে র‍্যাব, ডিবি, সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে খুলনার সোনাডাঙা থেকে তাদের আটক করে। আটক জনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভংগের দায়ে ইতি পূর্বেই তার পদ স্থগিত করা হয়। ঘাট গোডাউন দখল চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ আলোচিত কৃষকদল নেতা তরিকুল হত্যায় তার সম্পৃক্ততা আছে বলে জানা গেছে। এছাড়াও কণা ইকো পার্ক তৈরির সময় তার রাজনৈতিক ক্ষমতাকে অপব্যবহার করে নাম মাত্র টাকা দিয়ে সংখ্যালঘুদের জমি জোর পূর্বক দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আসামি আটকের বিষয় নিশ্চিত করে অভয়নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, আসামিদের আদালতে প্রেরন কার্য প্রকিয়াধীন।




আপনার মূল্যবান মতামত দিন: