
মণিরামপুর প্রতিনিধি।। মনিরামপুরে আওয়ামীলীগসহ দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ গত দু’দিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারের পর আদালতে চালান দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান। ওসি (তদন্ত) বদরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনি ও রোববার উপজেলার বিভিন্ন প্রান্তে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বোমা হামলা, নাশকতাসহ বিভিন্ন মামলায় আওয়ামীলীগের এ ৫ নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রোহিতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক লিয়াকত আলী বিশ্বাস, নেহালপুর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুর রহমান, দূর্বাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি পঙ্কজ রাহা মদন ও মশ্বিমনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান। থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান জানান, আটকের পর তাদেরকে সংশ্লিষ্ট মামলায় রোববার আদালতে চালান দেওয়া হয়।

আপনার মূল্যবান মতামত দিন: