মণিরামপুরে ছাত্রদলের ২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সমসাময়িক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬ ১৯:৫৫

সমসাময়িক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬ ১৯:৫৫

ছবি- নিউজ প্রতিনিধি।

মণিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন ও পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাকসিদুল আলম রোহানের পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার যশোর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মণিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন ও মণিরামপুর পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মাকসিদুল আলম রোহানকে সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে বহিস্কার করা হয়েছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পরামর্শক্রমে ২ ছাত্রনেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী। তারা দলীয় সিদ্ধান্ত ও নিয়ম-নীতি-শৃঙ্খলা মেনে আগামী দিনে সাংগঠনিক কর্মকান্ডে ভূমিকা রাখবেন আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
পদ ফিরে পেয়ে তারা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপনসহ কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামনের দিনে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম চালিয়ে নিতে চান ওই দুই ছাত্রনেতা।




আপনার মূল্যবান মতামত দিন: