রাজগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

মনিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫ ২২:৫২

মনিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫ ২২:৫২

ফাইল ফটো

মনিরামপুর(যশোর) প্রতিনিধি।। যশোরের মনিরামপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইউনুচ আলমকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।

সহকারি শিক্ষক নুরুল ইসলামের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ কামাল তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল হক, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ, একাডেমিক সুপার ভাইজার মাসুদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী মাহাবুবুর রহমান, শিক্ষাবিদ আবু আব্দুল্লাহ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আসাদুজ্জামান রয়েল, আমেরিকা প্রবাসী গোলাম ফারুক , ঝাঁপা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আলা, সাধারন সম্পাদক মফিজুর রহমান, কফিল উদ্দিন, মোতালেব গাজী, সহকারি অধ্যাপক আবুল বাশার মোড়ল, বজলুর রহমান, আব্দুল মান্নান, শামছুর রহমান রহমান রনি, আমজাদ হোসেন প্রমুখ।




আপনার মূল্যবান মতামত দিন: