
স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)।। যশোরের মনিরামপুরে হরিহরনগর ইউপির নয় নম্বর অয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবর আলীর বিরুদ্ধে সাড়ে তিন বছর বয়সী শিশু কণ্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার বিকেলে বাবর আলীর বাড়িতে। খবর পেয়ে রাতে পুলিশ অভিযান চালিয়ে বাবর আলী বাবুকে আটক করে। শুক্রবার বাবর আলীর বিরুদ্ধে মামলা করা হয়। দুপুরের দিকে তাকে পুলিশ আদালতে চালান দেয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, মুক্তারপুর গ্রামের এক কৃষকের শিশু মেয়ে বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী বাবর আলীর বাড়িতে অন্য শিশুদের সাথে খেলতে যায়। কিন্ত এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুবাদে বাড়ির মালিক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবর আলী বাবু ওই শিশুকে ফুসলিয়ে ঘরের মধ্যে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। কিন্তু এ সময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন চলে বাবর আরী পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হবার পর থানায় অভিযোগ করা হলে রাতে পুলিশ বাবর আলীকে আটক করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, ধর্ষন চেষ্টার ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে শুক্রবার বাবর আলীর বিরুদ্ধে মামলা করেন। দুপুরের দিকে বাবর আলীকে আদালতে চলোন দেওয়া হয়েছে। আদালত তাকে জেল হাজতে পঠানে নির্দেশ দেন।

আপনার মূল্যবান মতামত দিন: