
স্টাফ প্রতিনিধি।। অবশেষে একাধিক অভযোগে অভিযুক্ত সুমন বসু (৩৬) কে প্রতারণা মামলায় আটক করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। গতকাল ২৪ সেপ্টেম্বর (বুধবার) সন্ধার আগমুহূর্তে গোপালগঞ্জ সদর থানার এ এস আই রেজাউল করিমের
দুরদর্শি নেতৃত্বে এএস আই সাইদুল ইসলাম এর সহোযোগিতায় পৌর পার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুমন গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের ছোট মানিকহার গ্রামের সঞ্জীব বসুর পুত্র। তার বিরুদ্ধে সরকারি কর্মকর্তা পরিচয় দেওয়া, প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল পোস্ট, মাদক সেবন-সহ বিয়ের প্রলোভনে ধর্ষণের মত জঘন্য কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এএসআই রেজাউল করিম আসামি আটকের বিষয় নিশ্চিত করে বলেন, আসামি সুমন প্রতারণা মামলায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি ছিলেন। আদালতের আদেশে তাকে আটক করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: