মনিরামপুরে ব্রি ধান ৯০ জাতের নমুনা শস্য কর্তন

মনিরামপুর প্রতিনিধি। | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫ ২২:৩৩

মনিরামপুর প্রতিনিধি।
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫ ২২:৩৩

ছবি- দৈনিক সমসাময়িক নিউজ।

মনিরামপুর প্রতিনিধি।। যশোরের মণিরামপুর পৌর এলাকায় ব্রি ধান- ৯০ জাতের নমুনা শস্য কর্তন সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকালে পৌরসভার গাংড়া গ্রামের কৃষক রতন কুমার পালের নিজেস্ব প্রদর্শনী প্লটে এ কর্তন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বি এম হাফিজুর রহমান, স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ধান কর্তনকালে দেখা যায়, প্রতি গাছে গড় কুশির সংখ্যা প্রায় ১৫ থেকে ১৬ টি এবং প্রতি শিশেতে দানার গড় সংখ্যা ৩০০ এর মতো। তাতে ধারণা করা হচ্ছে কাঁচা অবস্থায় ফলন পাওয়া যেতেপারে হেক্টর প্রতি ৬.১৫ মেট্রিক টন, যার আদ্রতা ছিল ২৬ শতাংশ। শুকনা অবস্থায় ফলন দাঁড়াবে হেক্টর প্রতি ৫.১৭ মেট্রিক টন এবং চাউল এর ফলন হেক্টর প্রতি ৩.৪১ মেট্রিক টন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা বি এম হাফিজুর রহমান বলেন,“ব্রি ধান-৯০ জাতটি উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধী এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানানসই। আমি কৃষকদের এই জাতের চাষে উৎসাহিত করছি, কারণ এতে ভালো ফলন ও বাজারমূল্য পাওয়া যায়।”

স্থানীয় কৃষক রতন কুমার পাল বলেন ব্রি ধান ৯০ জাতের ধানে আমি ভালো ফলন পেয়েছি। এই ধান চাষ করলে সবাই লাভবান হবে।




আপনার মূল্যবান মতামত দিন: