ফুলতলায় মসজিদ থেকে বিদেশী পিস্তল উদ্ধার

বিশেষ প্রতিনিধি। | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৯

বিশেষ প্রতিনিধি।
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৯

ফাইল ফটো

বিশেষ প্রতিনিধি।। খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের বাইতুর রহমত জামে মসজিদের বারান্দা থেকে পরিত্যক্ত ২ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগজিন-সহ একটি বিদেশি লোডেট পিস্তল উদ্ধার করেছে ফুলতলা থানা পুলিশ।

গতকাল ১২ সেপ্টেম্বর (শুক্রবার) জুম্মার নামাজের আগে মসজিদ পরিস্কারের সময় নামাজ পড়া পুরানো মাদুরে মোরানো পিস্তল দেখতে পেয়ে মসজিদ কমিটি থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।পরে পুলিশ এসে অস্ত্রটি উদ্ধার করে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জেল্লাল হোসেন জানান, সংবাদ পেয়ে পরিত্যক্ত গুলিভর্তি লোডেট অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
অস্ত্রটি কে কোন উদ্দেশ্যে মসজিদে রেখেছিল তদন্ত চলছে।




আপনার মূল্যবান মতামত দিন: