চাইল্ড কেয়ার জুনিয়র মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি | প্রকাশিত: ১ মার্চ ২০২৫ ১৩:২৩

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১ মার্চ ২০২৫ ১৩:২৩

দৈনিক সমসাময়িক ছবি।।

গতকাল ২৮ ফেব্রুয়ারি ২০২৫ দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের চাইল্ড কেয়ার জুনিয়র মডেল স্কুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীরাও এই আয়োজনে অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানটিকে আরও বর্ণাঢ্য করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লাট মিয়া। তিনি বলেন, "শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম শিশুদের সৃজনশীলতা ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আশা করি, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করবে।" তিনি বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বিদ্যালয়ের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন রাজু বলেন, "একজন শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শৃঙ্খলা, ধৈর্য ও নেতৃত্বের গুণাবলি বিকাশের শক্তিশালী উপাদান। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত আনন্দের, যা প্রমাণ করে যে এই বিদ্যালয় কেবল শিক্ষার ক্ষেত্রেই নয়, একটি পরিবারের মতো সকলকে একত্রিত রাখতে সক্ষম হয়েছে।"

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোঃ হেলাল মাহমুদ। তিনি বলেন, "শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক দক্ষতা অর্জন করাও গুরুত্বপূর্ণ। চাইল্ড কেয়ার জুনিয়র মডেল স্কুল এ লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে।"

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার। তিনি বলেন, "আমাদের শিক্ষার্থীরা শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তারা ক্রীড়া, সংস্কৃতি ও নৈতিকতার সমন্বয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রমাণ করে যে এই প্রতিষ্ঠান তাদের জন্য কেবল একটি শিক্ষাকেন্দ্র নয়, বরং আজীবনের একটি সম্পর্ক।"


দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্প, বিস্কুট দৌড়, বল নিক্ষেপসহ নানা ক্রীড়া ইভেন্টে অংশ নেয়। সাবেক শিক্ষার্থীরাও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে বিজয়ীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের উৎসাহ দিতে আয়োজক কমিটি তাদেরকে বিশেষ অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




আপনার মূল্যবান মতামত দিন: