যশোর সদর উপজেলার ২৭ মে, শুক্রবার বিকালে ডহরসিংগা ডিভির মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ডহরসিংগা সততা আনন্দ ক্লাব। উৎসবের সভাপ্রত্বিত করেন মোঃ আব্দুল খালেক , পরিচালনা করেন মিজানুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ও জেলা পরষিদ সদস্য মেহেদী হাসান মিন্টু ,বিশেষ অতিথি ছিলেন ১১নং রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ, ইউপি সদস্য মেহেদী হাসান, ও মহিলা ইউপি সদস্য ঝর্ণা বেগম আয়োজকরা জানান, ঘুড়ি উৎসব বাঙ্গালী ঐতিহ্য, যা এখন প্রায় বিলুপ্ত। এই প্রজন্মের তরুনদের ঐতিহ্য সম্পর্কে ধারণা ও বাঙ্গালী সংস্কৃতি লালন ও ধারণ করার প্রয়াসেই এই আয়োজন করা হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শিশুসহ নানা শ্রেণিপেশার মানুষ। দর্শনার্থীদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে ডহরসিংগা ডিভির মাঠের চারপাশে। সেই সাথে বাড়তি আনন্দ যোগ করে হাঁড়ি ভাঙ্গা খেলা মহিলাদের জন্য ছিলো বালিস বদল খেলা। রং-বেরংয়ের নানা ঘুড়ি ও নাটাইতে সুতা নিয়ে নানা বয়সী প্রতিযাগীরা অংশ নেয়। এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি অংশ গ্রহণকারীরা।ঘুড়ি উৎসবকে উপভোগ করতে পরিবার নিয়ে এসেছিলেন অনেকে। কথা হয় তাদের সাথে তারা বলেন, আগে গ্রামাঞ্চলে ঘুড়ি দেখা যেত, কিন্তু এখন আর আর দেখা যায় না। এই ঘুড়ি উৎসবকে টিকিয়ে রাখার জন্য সব জায়গায় এই রকম আয়োজন করা উচিত। একদিনের জন্য হলেও ছোটবেলার স্মৃতিকে মনে করিয়ে দিয়েছেন আয়োজকরা।বাঙ্গালীর ঐতিহ্য বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে এই রকম আয়োজনের বিকল্প নেই সংগঠনটির সভাপতি মোঃ আব্দুল খালেক জানান, ঘুড়ি উৎসব গ্রাম বাংলার একটি প্রাচীন ঐতিহ্য৷ নতুন প্রজন্মোকে দেশীয় দেশীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। সবার অংশগ্রহণে আয়োজনটি উৎসবে পরিপূর্ণতা পেয়েছে৷ এ উৎসব আয়োজনের ধারাকে অব্যাহত রাখার আশা প্রকাশ করেন এবং বিজয়ীদের নাম ঘোষণা করেন ১ম পুরস্কার ছাগল পেয়েছেন মণিরামপুর উপজেলার লাউকুন্ডা গ্রমের ছাব্বির হোসেন ২য় রাইস কুকার লাউকুন্ডা গ্রমের লিটন ৩য় বেলেন্ডার মেশিন পেয়েছেন ডহরসিংগা গ্রামের শাহিন
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: