কেশবপুরের চুয়াডাঙ্গা-বড়োপাথরায় ৪ দলীয় ভলিবল টুর্নামেন্ট এঁর উদ্ধোধন

অলিয়ার রহমান | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৪১

অলিয়ার রহমান
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৪১

ছবিঃ নিউজ

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরের কেশবপুরে চুয়াডাঙ্গা-বড়োপাথরায় ৪ দলিয় ভলিবল টুর্নামেন্ট" ২০২৩ এঁর উদ্ধোধন চুয়াডাঙ্গা- বড়পাথরা ভলিবল একাদশের আয়োজনে স্থানীয় মাঠে ৪ দলীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে শুক্রবার বিকালে উদ্ধোধন অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে ৪ দলীয় ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলাম সরদার, জয়টেক্স এর স্বত্বাধিকারী এস এম শফিকুল ইসলাম, লিটন গিফট এন্ড কর্নারের স্বত্বাধিকারী এস এম কামরুজ্জামান লিটন ও জাকারিয়া হার্ডওয়ার এন্ড সেনেটারির স্বত্বাধিকারী মিজানুর রহমান বাবলু।

সার্বিক সহযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মনিরুজ্জামান ও হযরত আলী জোয়ারদার।

উক্ত ভলিবল টুর্নামেন্টে অংশ নেন বাবর আলী ভলিবল একাদশ, যশোর জেলা ভলিবল একাদশ,তালা ভলিবল একাদশ সাতক্ষীরা, সাতক্ষীরা রাজ্জাক পার্ক ভলিবল একাদশ এবং উক্ত অংশগ্রহণ কারী দলগুলোর সাথে আছে ভলিবল ন্যাশনাল টিমের প্লেয়ার হরস্বিত বিশ্বাস, তৌহিদুর রহমানসহ ১০/১২ জন ন্যাশনাল টিমের প্লেয়ার।

প্রথম স্থান অধিকারী বিজয়ী দলের পুরুস্কার নগদ ৩০ হাজার টাকা ও দ্বিতীয় স্থান অধিকারী বিজয়ী দলের পুরুস্কার নগদ ২০ হাজার টাকা।

উল্লেখ্যঃ বিকেল ৫টায় উদ্ধোধনের দিয়ে শুরু হয়ে নিউজটি লেখা পর্যন্ত খেলা চলমান আনুমানিক রাত ১১টার দিকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে পারে বলে সম্ভনা আছে এহেন কারনে ফাইনাল রেজাল্ট দেওয়া সম্ভব হয়নি।




undefined

আপনার মূল্যবান মতামত দিন: