মনিরামপুর (যশোর)।। পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনতার সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়িয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে মনিরামপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৪জুন) মনিরামপুর থানা পুলিশের আয়োজনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ। 
এসময় থানার উপ-পরিদর্শক , আতিকুজামানসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
ওসি এবি এম মেহেদী মাসুদ বলেন, পুলিশ জনতা পরস্পর একে অপরের বন্ধু। সাধারণ জনগণ পুলিশের শত্রু নয়, সমাজকে মাদক সন্ত্রাস ইভটিজিং সহ সকল অপরাধ মূলক কর্মকান্ড থেকে মুক্ত রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পুলিশিং সেবা সমাজের দোরগোড়ায় পৌছিয়ে দেওয়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ জনগণের সেবক বন্ধু হয়ে সবসময় পাশে থেকে কাজ করে যাচ্ছে।
                                
                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                
                                            
                                            
                                            
                                            
                                            
আপনার মূল্যবান মতামত দিন: