
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজের অফিস সহায়ক আব্দুস সাত্তার (মিন্টু)কে চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত। গত ২০ জুলাই (বৃহস্পতিবার) যশোরের অতিরিক্ত অর্থ ঋণ আদালতের বিজ্ঞ বিচারক শম্পা বসু এ কারাদন্ডাদেশ প্রদান করেন। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আলতাপোল গ্রামের মৃত মো. জবেদের ছেলে আনিচুর রহমানের কাছ থেকে ২০২০ সালে একই উপজেলার সাবদিয়া গ্রামের করিম গাজীর ছেলে আব্দুস সাত্তার (মিন্টু) (৪২) ধার হিসেবে ১০ লাখ টাকা গ্রহণ করে। পরে টাকা চাইলে আনিচুর রহমানকে ২০২১ সালের ১৭ জানুয়ারি ১০ লাখ টাকার সোনালী ব্যাংকের কেশবপুর শাখার একটি চেক দেওয়া হয়। টাকা উত্তোলন করতে গেলে ব্যাংকে ‘অপর্যাপ্ত তহবিল’ মন্তব্যসহ চেকটি ডিজঅনার হয়। পরে এ বিষয়ে আনিচুর রহমান যশোরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী কেশবপুর আদালতে আব্দুস সাত্তারের বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা করেন।
মামলাটি অর্থ ঋণ আদালতে স্থানান্তর হলে বিচারিক কার্যক্রমের শুনানিতে বিজ্ঞ বিচারক শম্পা বসু চেক ডিজঅনার মামলায় আব্দুস সাত্তার (মিন্টু)কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উল্লেখ্য দন্ড প্রাপ্ত আব্দুস সাত্তার মিন্টু'র বিরুদ্ধে এধরনের প্রতারনা মূলক জমি ক্রয় -বিক্রয় ও একেক জায়গায় একেক রকম ঠিকানা ব্যবহার করে থাকেন তাঁর ঠিকানা সাবদিয়া ব্যবহার করা হলেও তাঁর নিজ গ্রাম কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি ভুয়া ঠিকানা ব্যবহারসহ তার বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ আছে বলে এলাকাবাসী জানান।#

আপনার মূল্যবান মতামত দিন: