অভয়নগরে ডিএনসির অভিযান আটক-৩

বিশেষ প্রতিনিধি। | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ ০০:০৩

বিশেষ প্রতিনিধি।
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ ০০:০৩

ছবি- নিউজ প্রতিনিধি।

বিশেষ প্রতিনিধি।। যশোরের অভয়নগর উপজেলার একাধিক মাদক স্পটে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি'র) সদস্যরা। এসময় ৫০ পিস ইয়াবা ১০০ গ্রাম গাঁজা সহ মোঃ লিটন সরদার ওরফে কালাচাঁন (৩৪), মোঃ আঃ সাত্তার (৬৫),মোঃ সুমন মোল্লা (৩৫) নামের তিন জনকে আটক করা হয়েছে। গতকাল ২৯ শে জুন (সোমবার)
সকাল থেকে বিকাল পর্যন্ত
উপজেলার নওয়াপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মাছবাজার বস্তি ও চলিশিয়া প্রাইমারি স্কুল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।আটককৃত মোঃ লিটন সরদার ওরফে কালাচাঁন নওয়াপাড়া রেলস্টেশন মাছবাজার রেলবস্তির মোঃ আজিজ কসাইর পুত্র। আসামী মোঃ আঃ সাত্তার
উপজেলার চলিশিয়া প্রাইমারি স্কুল এলাকার মৃত কুটি মিয়ার পুত্র। আসামী মোঃ সুমন মোল্লা উপজেলার ধোপাদী দক্ষিণ পাড়া এলাকার মোঃ কিবরিয়া মোল্লা পুত্র।
যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসের উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন ও মাছবাজার বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ লিটন সরদার ওরফে কালাচাঁন কে ৫০ পিস ইয়াবা সহ আটক করে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে অভয়নগর থানায় নিয়মিত মামলা রুজু করি। পরে
মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলার চলিশিয়া প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা-সহ মোঃ আঃ সাত্তার ও মোঃ সুমন মোল্লা নামের দু"জনকে আটক করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক তাদের ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ১০০ টাকা জরিমানা করেন।




আপনার মূল্যবান মতামত দিন: