মনিরামপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা

মনিরামপুর প্রতিনিধি। | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ২০:২৬

মনিরামপুর প্রতিনিধি।
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ২০:২৬

ছবি- দৈনিক সমসাময়িক নিউজ।

মনিরামপুর(যশোর)প্রতিনিধি।। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত রোগমুক্তি কামনা করে হিন্দু সম্প্রদায়ের হাজারো মানুষের অংশগ্রহনে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাজিরহাট বাজারে শুক্রবার বিকেলে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

প্রদীপ বিশ্বাস সভাপতিত্বে প্রার্থনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, খান শফিয়ার রহমান, সন্তোস স্বর, প্রবাসী বিএনপি নেতা আলী হোসেন, অলোক দে, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আজিবর রহমান, হরিচাঁদ মল্লিক, সন্তোষ রায়, প্রদিপ বিশ^াস, গৌর হরি মন্ডল প্রমুখ। এর আগে ধানের শীষের প্রার্থী শহীদ ইকবাল হোসেন ফতেয়াবাদ গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শামছুজ্জামান দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।




আপনার মূল্যবান মতামত দিন: