
বিশেষ প্রতিনিধি।। বস্তুর উর্ধ্বে মানবসত্তা ও মানবতার রাজনীতির প্রবক্তা এবং বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ও ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন সব গোষ্ঠীবাদি রাজনীতি উগ্রবাদ— মানবতার রাজনীতি আশীর্বাদ। ২৭শে জুলাই রবিবার ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ এর গুলশান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এই বক্তব্য রাখেন।
ইমাম হায়াত বলেন, একমাত্র মানবতার রাজনীতি ছাড়া সব রাজনীতিই মানবতাবিধ্বংসী অপরাধ। মানবতার রাজনীতি ব্যতীত সব রাজনীতিই মানবতার বিরুদ্ধে দস্যুনীতি। মানবতার রাজনীতি মানবজীবনেরই অবিচ্ছেদ্য বিষয়। মানবতার রাজনীতি ছাড়া মানবজীবন হয় না। মানবতার রাজনীতির উৎস স্রষ্টার ভালোবাসায় স্রষ্টার রাসুলের ভালোবাসায় সব মানুষের ভালোবাসা ও সব মানুষের কল্যাণ সাধনা। মানবতার রাজনীতির মূল দর্শন সব মানুষের জন্য জীবনের স্রষ্টাপ্রদত্ত ও স্রষ্টার রাসুল প্রদত্ত সমান অধিকার— স্বাধীনতা— মর্যাদা — নিরাপত্তা এবং জীবনের সকল শত্রু সকল অপশক্তির স্বৈরদস্যুতা রাষ্ট্রীয়সন্ত্রাস থেকে সব মানুষের সুরক্ষা । মানবতার রাজনীতির ভিত্তি সকল বস্তুর উর্ধে জীবনের দয়াময় স্রষ্টার নামে স্রষ্টার আলো রেসালাতের আলোকে স্বাধীন মানবসত্তা। মানবতার রাজনীতির লক্ষ্য মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার ভিত্তি দয়াময় স্রষ্টা ও তাঁর রাসুল প্রদত্ত সব মানুষের জন্য তার নিজের জীবনের আত্মমালিকানা এবং রাষ্ট্র দুনিয়ার সম্মিলিত মালিকানা।
আল্লামা ইমাম হায়াত বলেন, মানবতার রাজনীতি অস্বীকার মানবজীবন ই অস্বীকার। যিনি মানবতার রাজনীতি বুঝেন না তিনি মানবজীবন ই বুঝেন নাই। মানবতার রাজনীতি ছাড়া মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া হয় না। মানবতার রাজনীতির বিপরীত সব রাজনীতিই সত্য ও মানবতার বিরুদ্ধে মিথ্যা অবিচার রাষ্ট্রীয়সন্ত্রাস স্বৈরদস্যুতার হাতিয়ার। মানবতার রাজনীতি দয়াময় আল্লাহতাআলার প্রাকৃতিক বিধান এবং সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবীর দান। মানবতার রাজনীতির বিপরীত সকল রাজনীতি একক গোষ্ঠীর স্বৈরদস্যুতান্ত্রিক রাজনীতি। মানবতার রাজনীতির বিপরীত রাজনীতি একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদি সাম্প্রদায়িক হিংস্র পাশবিক স্বৈরদস্যুতান্ত্রিক অপরাজনীতি এবং একক বস্তুবাদি জাতীয়তাবাদি হিংস্র পাশবিক স্বৈরদস্যুতান্ত্রিক অপরাজনীতি।মানবতার রাজনীতি ই ধর্মের মানবিক মূল্যবোধের রাজনীতি। একক ধর্মের নামে রাজনীতি— রাজনৈতিক দল ও রাষ্ট্র ধর্মের নামে ধোকা প্রতারণা, ধর্মের নাম ও ধর্মের আবেগ অনুভূতির জঘন্য অপব্যবহার এবং ধর্ম ধ্বংসাত্মক ষড়যন্ত্র।
মানুষ মানবতার শত্রু অমানুষ হওয়া এবং মানব জীবনের সকল সংকট ও দুর্দশার মূলে আছে একক ধর্মের নামে ও একক বস্তুবাদি জাতীয়তাবাদ ভিত্তিক একক গোষ্ঠীবাদি হিংস্র পাশবিক স্বৈরদস্যুতান্ত্রিক অপরাজনীতি। এ যুগে মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতির একমাত্র সংগঠন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব World humanity revolution.

আপনার মূল্যবান মতামত দিন: