প্রশাসনের নীরবতায় বেপরোয়া অভয়নগরের মাদক সিন্ডিকেট

বিশেষ প্রতিনিধি।। | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ১৪:১৭

বিশেষ প্রতিনিধি।।
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ১৪:১৭

ফাইল ফটো

বিশেষ প্রতিনিধি।। প্রশাসনের নীরবতায় বেপরোয়া হয়ে উঠেছে যশোরের অভয়নগর উপজেলার মাদক ব্যবসায়ীরা। বিগত দিনে এলাকার মাদক ব্যবসায়ীরা চুরি- গোপনে তাদের কর্মকান্ড চালালেও এখন তারা উপজেলাধীন নওয়াপাড়া পৌরসভার বিভিন্ন স্থানে প্রকাশ্যে পয়েন্ট খুলে শুরু করেছে মাদক বিক্রি। এ সকল পয়েন্টের মধ্যে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন, পাইকারি মাছ বাজার, গুয়াখোলা মডেল স্কুলের পার্শ্ববর্তী রেলবস্তিত, টেকারসন্ট্যন্ড বালুর মাঠ, ড্রাইভারপাড়ার স্পটগুলো অন্যতম। এছাড়াও উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে শতাধিক ভ্রাম্যমান মাদক ব্যবসায়ীরা। সম্প্রতি মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের লক্ষ্যে বেশ কয়েকটা অপ্রিতিকর ঘটনা ঘটতে দেখা গেছে এলাকাটিতে। ব্যবসা নিয়ন্ত্রণে অস্ত্রের মহড়া যেন এখানকার নিত্য দিনের ঘটনা। সিন্ডিকেট নিয়ন্ত্রণে নওয়াপাড়া পাইকারি মাছ বাজার এলাকায় এক মাদক ব্যবসায়ী নামমাত্র একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে রীতিমত খুলে নিয়েছে অফিস। রাজনৈতিক ছত্র-ছায়ায় থাকা চিহ্নিত এক মাদক ব্যবসায়ী এই অফিসে বসেই নিজ মাদক ব্যবসার পাশাপাশি পার্শ্ববর্তী মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করছেন। অফিসটিতে নিয়মিত যাতায়াত স্থানীয় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের। অফিসটিতে বসেই স্থানীয় মাদক ব্যবসায়ীদের দেওয়া হয় নির্দেশনা। এছাড়াও অফিসটিতে স্থানীয় সাধারণ মানুষকে ডেকে এনে বিচারের নামে তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায়ের অভিযোগও রয়েছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে। মাদক

সিন্ডিকেটের সদস্যদের এমন কর্মকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ আছে, অভয়নগর থানার কয়েকজন পুলিশ কর্মকর্তার সাথে এই সিন্ডিকেটের নিয়মিত যোগাযোগ রয়েছে। যে কারণে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহন করছেন না অভয়নগর থানা পুলিশ। স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের নিরবতা আর মাদক বিরোধী অভিযান না থাকায় উপজেলাটি পুনরায় মাদক সাম্রাজ্যে পরিনত হতে চলেছে। বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি-সহ অপরাধমূলক কর্মকাণ্ড। প্রকাশ্যে গাঁজা, মদ, ইয়াবা, ফেনসিডিল, হেরোইনের মত মরণঘাতী নেশা অবাধে বিক্রির ফলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে উদ্বিগ্ন উপজেলার সাধারণ মানুষ। তাদের দাবি ৫ আগষ্ট ২০২৪ ইং তারিখ রাজনৈতিক পেক্ষাপট পরিবর্তনের পর প্রশাসনের নিরব ভূমিকা ও স্বার্থন্বেষী কিছু রাজনৈতিক দলের পদধারী গুটিকয়েক বিতর্কিত নেতার ছত্র-ছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে এসকল মাদক ব্যবসায়ীরা।
জেলা -উপজেলা পর্যায়ের সাংবাদিকদের অভয়নগরের মাদক সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পত্র-পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালে নিউজে মাদক ব্যবসায়ীদের কাউকে ছাড় দেওয়া হবে না, অভিযান চলমান রয়েছে বলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের বক্তব্য পাওয়া গেলেও সিন্ডিকেটের সদস্য চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দেখা যায়নি অভয়নগর থানা পুলিশকে।
এ বিষয়ে যশোরের অতিঃ পুলিশ সুপার (খ’ সার্কেল) মোঃ রাজিবুল ইসলামকে অবহিত করলে তিনি বিষয়টা খতিয়ে দেখে সিন্ডিকেটের সদস্যদের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান।




আপনার মূল্যবান মতামত দিন: