মণিরামপুর ঔষধ বিক্রির ফাঁদে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে অর্থ

শাহাজান শাকিল, মণিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩ ০৬:০৮

শাহাজান শাকিল, মণিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩ ০৬:০৮

দৈনিক সমসাময়িক ফটো।

মণিরামপুরে সর্ব রোগ নিরাময়ের ওষুধ বিক্রির ফাঁদ পেতেছে একটি চক্র। চক্রটির বিরুদ্ধে গ্রামের সহজ সরল মানুষকে টার্গেট করে নাম সর্বস্ব ওষুধ বিক্রির নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার পৌরশহরের গাংড়া গ্রামে এমন একটি চক্রের সন্ধান পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এসময় স্থানীয় কাউন্সিলরসহ গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে যান। অশিক্ষিত-অর্ধ শিক্ষিতের সমন্বয়ে গড়া চক্রের সদস্যরা নিজেদের তিয়ানসি নামের একটি কোম্পানির প্রতিনিধি দাবি করেছে।
জানাযায়, মাস ২ আগে নিরিবিলি জায়গা পৌর এলাকার গাংড়া গ্রামের বাবুল আক্তারের বাড়ি ভাড়া নিয়ে এসব কর্মকান্ড চালিয়ে আসছিল তারা। এদিন সকালে ওই বাড়িতে অপরিচিত লোকের আনাগোনা দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এসময় থানা পুলিশের এ এস আই এসকেন্দার মোল্লা,স্থানীয় কাউন্সিলর সুমন দাসও গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে যান। এসময় কথা হয় সদ্য এস, এস, সি পাশ রিয়াছমিন খাতুন প্রশিক্ষকের সাথে তিনি বলেন, আমি এখানে স্বাস্থ্যের উপর প্রশিক্ষণ দিয়ে থাকি।এবং কম্পানীর ঔষধ গুলো কিভাবে সেবন করতে হবে এছাড়া কম্পানীর বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে থাকি এবং তিনি কোম্পানির স্থানীয় প্রতিনিধি দাবি করেন। তিনি কলেজের ১ম বর্ষের ছাত্রী বলে জানান। অথচ তিনিই কোম্পানির স্থানীয় চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষক।
এসময় ভাড়া বাড়ির একটি কক্ষে ২৫/৩০ জন বিভিন্ন নারী পুরুষের উপস্থিতিতে প্রশিক্ষণ চলছিল।
প্রশিক্ষণ নিতে আসা হালসা গ্রামের মাহমুদা বলেন, আমাদের কে চায়না থেকে ডাক্তার এসে পরিক্ষা নীরিক্ষা করে চিকিৎসা দিবে এমনটাই বলে আমাদের এখানে নিয়ে আসছে।
স্থানীয় ২ নং ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর সুমন দাস বলেন,আমার ওয়ার্ডের কোন ভাবেই এধরণের কার্জক্রম চালাতে দেওয়া হবে না। আপনারা যে কার্যক্রম পরিচালনা করছেন এটি একটা এম এল এম ব্যাবসা। আপনারা ট্রেড লাইসেন্স বাদে কিভাবে এখানে ভুয়া ভাবে ব্যাবসা করছেন।
মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন,যেহেতু এটা ঔষধ কোম্পানি এসিল্যান্ড এবং ডাক্তার কাগজপত্র যাচাই বাছাই করে সমস্যা থাকলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করবো।




আপনার মূল্যবান মতামত দিন: