মণিরামপুরে মাটি খুঁড়ে মিলল শত বছর আগের মূর্তি

মনিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ২৭ মে ২০২৫ ২২:৩৭

মনিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ২৭ মে ২০২৫ ২২:৩৭

ছবি-:দৈনিক সমসাময়িক নিউজ

যশোরের মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নে পাঁচকাটিয়া গ্ৰামে খইতলায় রাস্তার পুনঃনির্মাণ মাটি খননের সময় প্রায় ১০ কেজি ওজনের পোড়ামাটির তৈরি হরিচাঁদ ঠাকুরের মূর্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরের দিকে মূর্তিটি পাওয়া গেছে ।

স্থানীয়রা জানান, পাঁচ কাটিয়া গ্রামের খইতলায় রাস্তা মাটি খননের সময় পাওয়া গেছে পরে মূর্তিটি মোড়ে রেখে পূজাও করেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

সুশান্ত মন্ডল জানান, উদ্ধার হওয়া মূর্তিটি শ্রী হরি চাঁদ ঠাকুরের। জোড়া মূর্তিটির ওজন প্রায় ১০ কেজি। স্থানীয় প্রহ্লাদ বক্সী বলেন খবর পেয়ে খইতলায় মোড়ে এসে মূর্তিটি দেখি এটি পোড়ামাটির মূর্ত।

যেখানে মূর্তিটি পাওয়া গেছে ওই স্থানে ব্রিটিশ আমলে পূজা হতো। পূজা শেষে প্রতিমা বিসর্জন দেওয়া হতো। উদ্ধার হওয়া মূর্তিটি ওই সময়কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।




আপনার মূল্যবান মতামত দিন: