মনিরামপুরে স্কুল ছাত্রীকে অপহরনের অভিযোগ

মনিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫ ১৮:৫৪

মনিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫ ১৮:৫৪

ফাইল ফটো

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)।। যশোরের মনিরামপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে মদনপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রাজ হোসেন ও তার মা মর্জিনা বেগমের নামে শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন।

স্থানীয় ইউপি সদস্য মুনছুর রহমান জানান, উপজেলার এনায়েতপুর গ্রামের ওই কৃষকের মেয়ে পার্শ্ববর্তী মদনপুর গ্রামের নানা বাড়ি থেকে পড়াশোনা করে আসছিল। সে স্থানীয় মদনপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। কিন্তু অভিযোগ রয়েছে স্কুলে যাবার সময় মদনপুর গ্রামের বখাটে যুবক রাজ প্রায়ই তাকে উত্যক্ত করে আসছিল।বিষয়টি ছাত্রীটি তার পিতা-মাতাকে জানায়। পরবর্তিতে রাজ ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু ছাত্রী ও তার পিতা-মাতা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে।

ছাত্রীর মা জানান, গত বুধবার সকালে নানা বাড়ি থেকে ওই ছাত্রী ও তার ছোটবোন হেটে পিতার বাড়িতে আসছিল।কিন্তু অভিযোগ রযেছে সকাল সাড়ে ১০ টার দিকে পথিমধ্যে রাজ মোটরসাইকেলে করে এসে জোরপূর্বক ওই ছাত্রীকে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্রের দাবি ওই ছাত্রীর সাথে রাজের প্রেমের সম্পর্ক বিদ্যমান ছিল। বিয়েতে পিতা-মাতার মত না থাকায় হয়ত তারা পালিয়ে যেতে পারে। তবে এর কোন সত্যতা পাওয়া যায়নি। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, অভিযোগের ভিত্তিতে ছাত্রীকে উদ্ধারের বিষয়টি জোর দেওয়া হয়েছে। উদ্ধারের পর পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




আপনার মূল্যবান মতামত দিন: