
বাংলাদেশ ও শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের মাঝে চলমান আন্তর্জাতিক টেস্ট ম্যাচের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন সিএমপি কমিশনার।
পুলিশ সূত্রে জানা যায়,অদ্য সোমবার (১৬মে) ২২ইং নগরীর পাহাড়তলী থানাধীন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলোয়াড়দের সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। এসময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক - পশ্চিম) জনাব মোঃ তারেক আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: