
রাশেদ রেজা, বিশেষ প্রতিনিধিঃ আজ সোমবার ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে উদযাপিত হলো সাতক্ষীরা সরকারি কলেজের "বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা" - ২০২১
ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো আয়োজনটি বিশেষ নিরাপত্তায় আয়োজন করছে কলেজ কর্তৃপক্ষ।
অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত), প্রফেসর আমানউল্লাহ আল হাদীর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য, সাতক্ষীরা -০২
এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
সদ্য সাবেক অধ্যক্ষ, প্রফেসর এস.এম. আফজাল হোসেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২১ আহবায়ক, প্রফেসর মোঃ আবুল হাশেম, অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগের অক্লান্তি প্রচেষ্টায় অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনা করেন জনাব কাজী আসাদুল ইসলাম (আসাদ চপল) সম্পাদক, শিক্ষক পরিষদ, সহকারী অধ্যাপক রসায়ন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব সানোয়ার হোসেন সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস, জনাব মোঃ আশরাফুল আলম সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা, জনাব আ.ন.ম. গাওছার রেজা সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ, জনাব মফিজুল ইসলাম সহকারী অধ্যাপক, রাষ্টবিজ্ঞান, জনাব সন্দীপ দাস সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা, প্রভাষক জনাব মোঃ ইয়াছিন আলী বাংলা বিভাগ, প্রভাষক মোঃ মনিরুল ইসলাম পদার্থ বিজ্ঞান বিভাগ সহ প্রমূখ।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: