মহাম্মাদপুরে সাংবাদিকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১ ১৭:৩৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১ ১৭:৩৯

ছবি সমসাময়িক

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।

এবার সত্য সংবাদ প্রকাশের জেরে ধরে মাগুরায় সাংবাদিকের ওপর হামলা করলো দুর্বৃত্তরা। মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী এলাকায় আজ শুক্রবার সকালে সাংবাদিক মাসুদ রানার উপরে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। তথ্যসূত্রে সংবাদ মাধ্যমগুলা জানতে পারে, সাংবাদিক মাসুদ রানা (৩৮) 'দৈনিক আজকালের খবর' পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি। হামলায় আহত সাংবাদিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে যানা যাই। তথ্য উৎঘাটনের মাধ্যমে পুলিশ সংবাদ মাধ্যমকে বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে যশোবন্তপুর গ্রাম থেকে মোটরসাইকেল যোগে চার বছরের শিশুপুত্র অলিক ও ভাই নাসির উদ্দিন বিশ্বাসকে নিয়ে পলাশবাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন, ঘটনাস্থল শড়াবাড়িয়া এলাকায় পৌঁছালে ১৪/১৫ জন দেশিও অস্ত্রধারী যুবক মাসুদ রানা ও পুত্র অলিক এবং ভাই নাসিরের সামনেই হামলা চালায়। তারা সাংবাদিকে গুরুতর আহত করেই ক্ষ্যান্ত হয় নি, বরং ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করে। পরে স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, সাংবাদিক মাসুদের মাথার একাংশ ও ঘাড় জখম হয়েছে যেটা গুরুতর এবং বাম হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। ঘটনার চাক্ষুষ সাক্ষী সাংবাদিকের ভাই নাসির উদ্দিন বিশ্বাস বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো দশজনকে আসামি করে মহম্মদপুর থানায় এ ঘটনার জন্যে মামলা দায়ের করছেন। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন সংবাদ মাধ্যকে বলেন, সংবাদ প্রকাশের জের ধরে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানাতে পেরেছি। এ ঘটনায় পাঁচজনের নাম উল্ল্যেখ করে মামলা হয়েছে, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চলছে। "দৈনিক সমসাময়িক" পত্রিকার পক্ষ থেকে সাংবাদিকের উপর এ হামলার তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: