মনিরামপুরে পাওয়ার টিলারের ধাক্কায় স্বামী- স্ত্রীর মৃত্যু

মনিরামপুর প্রতিনিধি। | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫ ১৬:৫১

মনিরামপুর প্রতিনিধি।
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫ ১৬:৫১

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক।। যশোরের মনিরামপুরে ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে ঝিকরগাছা-মনিরামপুর সড়কের বাকোশপোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— রনজিত কুমার দাস (৪৯), পিতা অনন্ত কুমার দাস, পেশায় শিক্ষক, বাজিতপুর শহীদ মুক্তিযোদ্ধা এ. আর. মহিলা কলেজের প্রভাষক এবং তার স্ত্রী পাপিয়া কুমার দাস (৪০), স্বামী রনজিত কুমার দাস, পেশায় জনস্বাস্থ্য কর্মী। তারা উভয়েই যশোর জেলার মনিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রনজিত কুমার দাস হেলমেট পরে মোটরসাইকেল চালিয়ে স্ত্রী পাপিয়াকে (হেলমেটবিহীন) নিয়ে ঝিকরগাছা থেকে মনিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাকোশপোল বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রনজিত ও পাপিয়াকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত ইঞ্জিনচালিত পাওয়ার টিলারটি থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই প্রতিবেদন লেখা অবদি (৩:৩০ বিকাল)নিহতদের মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।




আপনার মূল্যবান মতামত দিন: