নিজস্ব প্রতিবেদক।। যশোরের মনিরামপুরে ৫ নভেম্বর, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে মনিরামপুর প্রেসক্লাবে হঠাৎ উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে চায়ের আড্ডায় মেতে ওঠেন সাবেক ছাত্রদল ও যুবদল নেতা, বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য ইফতেখার সেলিম অগ্নি।
হাস্যোজ্জ্বল পরিবেশে অনুষ্ঠিত এ আড্ডায় তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, যুগ্ম সম্পাদক আবু বক্কর,দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সাবেক আইসিটি সম্পাদক শফিয়ার রহমান
নির্বাহী সদস্য আব্বাস উদ্দিন,নির্বাহী সদস্য হোসাইন নজরুল হক, সদস্য আলাউদ্দিন এবং সাবেক সভাপতি ফারুক আহম্মেদ লিটন উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: