
মনিরামপুর প্রতিনিধি।। যশোর জেলার মনিরামপুর উপজেলার হরিহর নদের চিনাটোলা বাজার সংলগ্ন চলাচলের জন্য খুলে দেওয়ার ৬ মাস পার না হতে ধসে পড়েছে নতুন নির্মিত ৪২ মিটার লম্বা এই সেতুর তিন ভাগের এক ভাগ পাটাতনের পলেস্তার। ৩ কোটি ১২ লাখ ৯৩ হাজার ২১১ টাকায় নির্মিত সেতুটি চলতি বছরের মার্চের দিকে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এরপর আগস্টের প্রথম দিকে সেতুর পাটাতনের পলেস্তারা ধসে পড়তে শুরু করে। ধীরে ধীরে সেতুর প্রায় তিন ভাগের এক ভাগ ধসে রড বেরিয়ে পড়ায় গেলো দুই মাস সেতু পারাপারে ভোগান্তিতে পড়েছেন একাকার প্রায় ৫০ হাজার পথচারী।
স্থানীয়রা বলছেন সাবেক মন্ত্রী স্বপন ভট্টাচার্যের সময় বরাদ্দের সিংহভাগ টাকা লোপাট হওয়ায় উদ্বোধনের পরপরই সেতুর পাটাতনের পলেস্তারা ধসে পড়ছে। দায়সারাভাবে সেতুর কাজ করার সময় বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু নানাভাবে তাদের ভয় দেখানো হয়।
সরেজমিন সেতুর দুই পাড়ের বাসিন্দাদের সাথে কথা
বলে ও উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, চিনাটোলা বাজার থেকে মনোহরপুর বাজার সড়কের হরিহর নদের উপর ২০২১ সালের এপ্রিল মাসে ৪২ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের কাজ শুরু হয়। ২০২২ সালে ৬ অক্টোবর সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল। ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নির্ধারিত মেয়াদের এক বছরের বেশি সময় পর দায়সারাভাবে সেতুর কাজ শেষ করেন। এরপর চলতি বছরের প্রথম দিকে জনসাধারণের চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হয়।
সেতুর পূর্বপাড়ের বাসিন্দা আমির হোসেন বলেন, 'সেতু খুলে দেওয়ার ৪-৫ মাসের মাথায় মেঝের প্লাস্টার ফেটে নদীতে পড়ে কয়েকটি গর্ত দেখা দিয়েছে। পরে উপজেলায় খবর দিলে ইঞ্জিনিয়ার অফিসের লোক এসে গর্তগুলো বন্ধ করে দিতে চায়। আমরা বাধা দিয়েছি। বলেছি, সেতু ভেঙে নতুন করে করতে হবে। তখন উপর থেকে আরও লোকজন আসে। আমাদের বাধার মুখে তারা সেতুর মেঝে ভাঙা শুরু করেন। এখন কাজ বন্ধ করে রেখেছে ইঞ্জিনিয়ার অফিস। এতে করে চলাচলে আমাদের কষ্ট হচ্ছে।'
আমির হোসেন বলেন, 'সেতুর জন্য রড এনে বহুদিন ফেলে রাখা হয়েছিল। এতে রডে মরিচা পড়ে। পরে কিছু রড তুলে নিয়ে যায় ঠিকাদার। বাকি রড দিয়ে কোনো রকমে সেতুর কাজ করেছে। যে মাপের রড ব্যবহার করার কথা সেটা এখানে করা হয়নি।'
স্থানীয় জিয়ারুল গাজী বলেন, 'সেতু তৈরির সময় ঠিকাদারের লোকজন দায়সারাভাবে কাজ চালাচ্ছিল। তারা অন্য এলাকা থেকে সিমেন্ট ও বালু মিশিয়ে ট্রাকে করে নিয়ে এসে ঢালাই দিয়েছে। যতটুকু মোটা করে স্ল্যাব ঢালায় দেওয়ার কথা ছিল সেই নিয়মে ঢালাই দেওয়া হয়নি। এখন সেতুর স্ল্যাব ভাঙার সময় হাতুড়ির আঘাতে ধুলো উড়ছে। পায়ের আঙুল দিয়ে খোঁচা দিতেই খণ্ড খণ্ড উঠে আসছে। এছাড়া সেতুর মাঝের অংশ নিচের দিকে চাপা। একটু বৃষ্টি হলেই সেতুর মাঝখানে পানি জমে থাকে।' জিয়ারুল গাজী আরও বলেন, 'স্থানীয় মন্ত্রী ও আলম চেয়ারম্যানের বাহিনী সেতুর কাজ চলার সময় উপস্থিত থাকতো। কাজে অনিয়ম দেখে বাধা দিতে গেলে ভয় দেখানো হতো।
সেতুপাড়ের চা দোকানদার আব্দুর রহমান বলেন, সেতুর পূর্বপাড়ে উদ্বোধনের একটি নামফলক স্থাপন করা আছে। সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য সেতু উদ্বোধন করার কথা ছিল। কিন্তু তিনি উদ্বোধন করতে আসেননি। বরং নামফলকে উদ্বোধনের যেই তারিখ দেওয়া আছে তারও ২০-২২ দিন পরে এসে নামফলক লাগানো হয়েছে। এতে বোঝা যায় এই দূর্নীতির সাথে মন্ত্রী স্বপন ভট্টাচার্য জড়িত ছিল।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর গাজী বলেন, কাজের অনিয়ম দেখে বাধা দিতে গেলে চেয়ারম্যান আলমগীর আমাকে পাত্তা দেননি। 'বিএনপি-জামায়াতের কথা চলবে না' এই বলে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমরা চাই জোড়া তালি দিয়ে না, নতুন করে সেতুর কাজ করতে হবে। এই বিষয়ে শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর বলেন, স্থানীয়দের অভিযোগ সত্য না। ক্ষোভ থেকে এখন তারা অনেক কথা বলছেন।
স্থানীয়রা বলছেন, হরিহর নদের চিনাটোলা বাজার সংলগ্ন এই সেতুর উপর দিয়ে মনিরামপুরের পূর্বাঞ্চলের ৫টি ইউনিয়নসহ অভয়নগর, কেশবপুর, খুলনা, ডুমুরিয়া উপজেলার মানুষ যাতায়াত করেন। গ্রামীণ সড়ক হলেও দিনরাত এই রাস্তায় খুব চাপ থাকে। প্রতিদিন অন্তত এই সড়কে ৫০ হাজারের বেশি মানুষের যাতায়াত করে। ট্রাক ভরে নওয়াপাড়া থেকে সার, পাথর, রড সিমেন্ট সাতক্ষীরা, কেশবপুর ও মনিরামপুরের বিভিন্ন অঞ্চলে নেওয়া হয়। সেতুর মেঝে ভেঙে পড়ায় এখন চলাচল ও পণ্য পরিবহনে মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সেতু নির্মাণের ঠিকাদার বলেন, আমার লাইসেন্সে অন্য একজন ঠিকাদার কাজ করেছেন। মেঝে (স্ল্যাব) ঢালাইয়ের সময় অন্য জায়গায় সিমেন্ট-বালু মিশিয়ে এনে কাজ করা হয়েছে। এতে উপাদানের স্থায়ীত্ব কমে যাওয়া এমনটি হতে পারে। তিনি আরো বলেন, যেহেতু আমার লাইসেন্সে কাজ করা হয়েছে। পাটাতন ধসে পড়ার দায় আমার ওপর কিছুটা বর্তায়। পাটাতনের কাজ নতুনভাবে করা হবে।
সেতুর কাজ দেখভালে দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী দপ্তরের সাবেক উপসহকারী প্রকৌশলী গাউসুল আজম বলেন, শুনেছি ৫ আগস্ট সরকার পতনের দিন স্থানীয় লোকজন পিটিয়ে সেতুর মেঝে ভেঙে ফেলেছে। ঠিকাদার ও স্থানীয় আলমগীর চেয়ারম্যান একই দাবি করেছেন। মনিরামপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস বলেন, সেতুর স্ল্যাব ধসে পড়ার খবর পেয়ে আমরা মেরামতের উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে স্থানীয়রা বাধা দিয়েছিল। এখন সবার সাথে কথা হয়েছে। দ্রুত সেতু সংস্কার কাজ শুরু করা হবে। এই বিষয়ে স্থানীয় সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সাথে যোগাযোগের করার জন্য তাকে ফোন দেওয়া হয়। কিন্তু তার ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

আপনার মূল্যবান মতামত দিন: