
মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।
মনিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ২৪’র রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে ১১টায় মনিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, এ প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরে গ্রাফিতিতে প্রথম হয়েছে মনিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয়স্থান জি, এইচ পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয়স্থান কুয়াদা মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজ, দ্বিতীয় মনিরামপুর সরকারী কলেজ এবং তৃতীয়স্থান অধিকার করেছে রাজগঞ্জ ডিগ্রী কলেজ।
অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেছেন মনিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নওরীন আক্তার নীপু, দ্বিতীয় মনিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মরিয়ম হাসান এবং তৃতীয় হয়েছেন খাজুরা কাঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়রা খাতুন ও উচ্চ মাধ্যমিক স্তরে মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী অন্বেষা ব্যানাজী, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন একই কলেজের সানজিদা কবির ও মালিহা মেহনাজ। অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ, মনিরামপুর থানার ওসি (তদন্ত) বদরুজ্জামান, সহকারী অধ্যাপক মহিবুল্লাহ, যুব উন্নয়ন অফিসার রেজাউল হকসহ প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: