মনিরামপুর প্রতিনিধি।। “দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিলো সকাল ৯.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও ৯.৪৫ মিনিটে মানববন্ধন কর্মসূচির আয়োজন এবং সকাল ১০.৩০ মিনিটে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেন সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মণিরামপুর উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা ) কমিটির সদস্য সচিব এস.এম হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু মোত্তালেব আলম, বাঙ্গালীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকরাম হোসেন, রুপান্তর সংস্থার কর্মকর্তা দিপংকর সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা সন্তোষ কুমার কর্মকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী গৌতম কুমার ঘটক, সদস্য সুরাইয়া নার্গিস, কাঞ্চন ঘোষাল, শফিকুল ইসলাম, খলিলুর রহমান, অধ্যক্ষ শহিদুল্লাহ, অধ্যক্ষ মতিয়ার রহমান, প্রধান শিক্ষক নিহার রায়, মলয় মন্ডল, তুহিন হোসেন মাস্টার, নজরুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মণিরামপুরে ব্যাপকহারে সচেতনতামূলক পোস্টার, ব্যানার, ফেস্টুন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভবনে বিশালাকার ড্রপডাউন ব্যানার লটকানো হয়।
আপনার মূল্যবান মতামত দিন: