
মনিরামপুর(যশোর)প্রতিনিধি।। যশোরের মনিরামপুরে শিক্ষকদের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান (ব্যানবেইস) এর আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) কেন্দ্রে ২০২৫-২৬ অর্থ বছরের নবম ও দশম ব্যাচে ১৫ দিনব্যাপি এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে মনিরামপুর ও কেশবপুর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে মোট ৪৮ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।
প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার সকাল ১১টায় আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে সমাপনী অনুষ্ঠানের অয়োজন করা হয়।অনুষ্ঠানে ভার্চুয়ালে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান (ব্যানবেইস)এর সহকারি পরিচালক শাহরিয়ার হোসেন। সহকারি প্রোগ্রামার জিএম ইসরাফিল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রশিক্ষক এস এম মজনুর রহমান, সুজিত বিশ্বাস, সন্তোষ রায়, বিবেকান্দ বিশ্বাস, উৎপল বিশ্বাস, প্রক্ষিনার্থী প্রভাষক কামরুজ্জামান, আনজুমান আরা, কম্পিউটার অপারেটর মিঠুন মল্লিক, ল্যাব সহকারি শুকান্ত মন্ডল প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: