
হে ঈশ্বর ---- তুমি আজ আমার একটি মিনতি রাখো! ঐ! ঐ হারামজাদা কবিগুলোকে কবিতা থেকে বহিস্কার করো!
ঐ হারামজাদা কবিগুলো ---- নতুন নতুম শব্দ বুঝেনা! অথচ ---- মানপত্র, ক্রেস্ট আর স্বর্ণপদক বুঝে!
ঐ হারামজাদা কবিগুলো ---- কবিতার তীর্যক তীর বুঝেনা! অথচ ---- ফুলের তোড়া বুঝে!
ঐ হারামজাদা কবিগুলো ---- বীরকে বুঝেনা! অথচ ---- মীরকে বুঝে!
ঐ হারামজাদা কবিগুলো ---- শুকনো বাসিমুখ বুঝেনা! অথচ ---- ভিজে স্তন বুঝে!
ঐ হারামজাদা কবিগুলো ---- অনেক কিছুই বুঝে! অথচ ---- গোলামদের খাতায় নাম লিখেছে!
তবে হে ঈশ্বর ---- তুমি মোটেও ভেবো না আমি এগুলোর কাঙাল! তুমি তো জানো-ই আমি গরীব! গরীব বলেই তো আমি এগুলো পাইনি! আর আমি পাইনি বলেই তো আমি এগুলো নিইনি...!

আপনার মূল্যবান মতামত দিন: