9224
03/20/2025
কবিতা-"ঐ হারামজাদা কবিগুলো", কবি- হিলারী হিটলার আভী
কবিতা-"ঐ হারামজাদা কবিগুলো", কবি- হিলারী হিটলার আভী
নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর ২০২১ ১২:০২
হে ঈশ্বর ----
তুমি আজ আমার একটি মিনতি রাখো!
ঐ! ঐ হারামজাদা কবিগুলোকে কবিতা থেকে বহিস্কার করো!
ঐ হারামজাদা কবিগুলো ----
নতুন নতুম শব্দ বুঝেনা!
অথচ ---- মানপত্র, ক্রেস্ট আর স্বর্ণপদক বুঝে!
ঐ হারামজাদা কবিগুলো ----
কবিতার তীর্যক তীর বুঝেনা!
অথচ ---- ফুলের তোড়া বুঝে!
ঐ হারামজাদা কবিগুলো ----
বীরকে বুঝেনা!
অথচ ---- মীরকে বুঝে!
ঐ হারামজাদা কবিগুলো ----
শুকনো বাসিমুখ বুঝেনা!
অথচ ---- ভিজে স্তন বুঝে!
ঐ হারামজাদা কবিগুলো ----
অনেক কিছুই বুঝে!
অথচ ---- গোলামদের খাতায় নাম লিখেছে!
তবে হে ঈশ্বর ----
তুমি মোটেও ভেবো না আমি এগুলোর কাঙাল!
তুমি তো জানো-ই আমি গরীব!
গরীব বলেই তো আমি এগুলো পাইনি!
আর আমি পাইনি বলেই তো আমি এগুলো নিইনি...!
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]