
সময় অলিয়ার রহমান
গাছে যদি ফোটে ফুল গেঁথে নাও মালা, তোমার ফাগুন আজি মধুময় বেলা। অলসে কাটাও যদি এই মধু ক্ষণ, কোনদিন পাবে তুমি তাহাদের মন? একদিন ফুল ঝরে থেমে যাবে গান, শেষ হবে একদিন এই মহাপ্রাণ। এখনো সময় আছে খুলে দাও দ্বার, সমুখে তোমার আজি বিপুল সম্ভার।

আপনার মূল্যবান মতামত দিন: