8881
04/20/2025
যশোরের কবি অলিয়ার রহমান এর কবিতা- সময়
যশোরের কবি অলিয়ার রহমান এর কবিতা- সময়
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২১ ০৩:৩৫
সময়
অলিয়ার রহমান
গাছে যদি ফোটে ফুল গেঁথে নাও মালা,
তোমার ফাগুন আজি মধুময় বেলা।
অলসে কাটাও যদি এই মধু ক্ষণ,
কোনদিন পাবে তুমি তাহাদের মন?
একদিন ফুল ঝরে থেমে যাবে গান,
শেষ হবে একদিন এই মহাপ্রাণ।
এখনো সময় আছে খুলে দাও দ্বার,
সমুখে তোমার আজি বিপুল সম্ভার।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]