আমাকে আর খোঁজ না-  শ্রী বিপ্লব জলদাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২১ ০৩:৩২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২১ ০৩:৩২

ছবি সমসাময়িক
আমাকে আর খোঁজ না
           শ্রী বিপ্লব জলদাস
"""""""""""""""""""""""""'"""""'"""
তুমি তো অন্ধ মানুষ
তাই হৃদয়ের ভাষা বুঝো না,
যদিও কখনো হারিয়ে যায়
আমাকে আর খোঁজ না।
জীবন খাতায় অংঙ্কগুলি
সহজ, মনে করো না,
সরল অঙ্কে অদৃশ্য ভুল
কখনো ছড়িয়ে দিও না।
যদিও কখনো হারিয়ে যায়
আমাকে আর খোঁজ না।
আমি হয়তো,
গভীর সমূদ্রে তলিয়ে যাব
নয়তো গগন মাঝে তাঁরা হব,
হয়তোবা জোনাক পোকার
সঙ্গী হয়ে বিচিত্র রংছড়াব।
তুমি দূর থেকে দেখতে পাবে
কাছে যাওয়া হবে না,
যদিও কখনো হারিয়ে যায়
আমাকে আর খোঁজ না।



আপনার মূল্যবান মতামত দিন: