
আকাশ পোড়া গন্ধ,বাতাসের স্তর ভেঙ্গে নেমে আসে নাসারন্ধ্রে প্লাবিত রোদের ভিতর নিজেকে জাগাই নশ্বর প্রকৃতির অশান্ত পরিবেশ দৃষ্টিবিভ্রম ঘটায় নুুব্জ হৃদয়ের সন্ধি-বিচ্ছেদে চমকে ওঠে নিকটাত্মা ...... প্রকম্পিত পদযুগলের অসলগ্ন পদক্ষেপ যেন অশরীরি আত্না সুপ্রশস্ত দীর্ঘ পথ হাঁটে
পড়ন্ত বিকেলের অত্যুজ্জ্বল রোদ ছায়া ফেলে প্রলম্বিত হয়ে আমার আঙিনার -- প্রান্ত ছুঁয়ে যায় নিয়ত।
অবসরে, অভিসারে লুকোচুরি খেলে আমার কর্ম অচঞ্চল হৃদয় নিয়ে দুস্তররাতে আকাশ পোড়া গন্ধ অন্ধকার বেয়ে নেমে আসে আমার নাসারন্ধ্রে... শুধু জলের প্লাবন চাই... আর চাই ।

আপনার মূল্যবান মতামত দিন: