পড়ন্ত বিকেলের অত্যুজ্জ্বল রোদ ছায়া ফেলে
প্রলম্বিত হয়ে আমার আঙিনার --
প্রান্ত ছুঁয়ে যায় নিয়ত।
অবসরে, অভিসারে লুকোচুরি খেলে
আমার কর্ম অচঞ্চল হৃদয় নিয়ে দুস্তররাতে
আকাশ পোড়া গন্ধ অন্ধকার বেয়ে
নেমে আসে আমার নাসারন্ধ্রে...
শুধু জলের প্লাবন চাই... আর চাই ।