কবি আশরাফ হায়দার এর কবিতা "শুধু দু'জনে"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪৬

ছবি সমসাময়িক
শুধু দু'জনে এই ফাগুনে সুরভী ফুল বনে মধুর ও স্বপনে ঋতুরাজ বসন্ত সাজ বরণে। আমের মুকুলের শুভ্র ঘ্রাণে লেবুর গন্ধ প্রাণে শিমুল পলাশ বনে সাজনা ফুলের মিষ্টি জাগরণে। কি আনন্দরে আনন্দ নির্মল মনে সজিবতা দেহমনে দক্ষিণা বাতাস বনে চলার পথে প্রেমো উল্লাস দু'জনে। প্রেমের বাঁধনে বসন্ত দিনে শুধু গানে গানে ঋতুরাজ বাসনে প্রভাত শিশিরে মোরা স্বজনে ।


আপনার মূল্যবান মতামত দিন: