3496
03/15/2025
কবি আশরাফ হায়দার এর কবিতা "শুধু দু'জনে"
কবি আশরাফ হায়দার এর কবিতা "শুধু দু'জনে"
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪৬
শুধু দু'জনে এই ফাগুনে
সুরভী ফুল বনে
মধুর ও স্বপনে
ঋতুরাজ বসন্ত সাজ বরণে।
আমের মুকুলের শুভ্র ঘ্রাণে
লেবুর গন্ধ প্রাণে
শিমুল পলাশ বনে
সাজনা ফুলের মিষ্টি জাগরণে।
কি আনন্দরে আনন্দ নির্মল মনে
সজিবতা দেহমনে
দক্ষিণা বাতাস বনে
চলার পথে প্রেমো উল্লাস দু'জনে।
প্রেমের বাঁধনে বসন্ত দিনে
শুধু গানে গানে
ঋতুরাজ বাসনে
প্রভাত শিশিরে মোরা স্বজনে ।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]