বীর মুক্তিযোদ্ধা শহীদ আকরাম হোসেন স্মরণে মোঃ শামসুজ্জামানে'র কবিতা "অস্ফুট আর্তনাদ"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০ ১৭:০৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০ ১৭:০৮

ছবি সমসাময়িক
  "অস্ফুট আর্তনাদ" মো: শামছুজ্জামান দাঁড়াও মেহের? ক্ষীপ্র বেগে কোথায় চলেছো? উদ্যত হস্তে স্টেইনলেস খঞ্জর! অন্য হস্তে লবণের পুটলি! কে শোনে কার কথা! আকাশ কাঁপিয়ে ঈশানের কম্পিত বেগে ছুটে চলেছে কারবালার সীমার রুপী মেহের। মুক্তিকামী সৈনিকের মস্তক ছিন্ন করে আনতে! সময় নেই পিছনে ফেরার সিংহল, গিরী- পর্বত মাড়িয়ে তাকে পৌঁছিতে হবে অভিষ্ঠ লক্ষ্যে! মেহের চলেছে..... আকাশে বাতাসে ধ্বনিত এক মর্মস্পর্শি দৃশ্যের নিষ্ঠুর হাঁহাঁকার! মুক্তিকামী সৈনিকের দেহে হিংস্র গোখরার বিষাক্ত-লবণাক্ত ছোবল! রক্তে শিরায়-উপশিরায় স্বাধীনতার অস্ফুট আর্তনাদ "জয় বাংলা"।


আপনার মূল্যবান মতামত দিন: