যশোরে বিথীকা বিশ্বাসের "আলোর ভুবন" ও স্বপন সরকারের "শব্দ জাল" কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০ ১৮:১৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০ ১৮:১৪

ছবি সমসাময়িক
  কেশবপুর (যশোর ) থেকে।। ৪ঠা ডিসেম্বর শুক্রবার ভবানীপুর রামোত্তর মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদ যশোর জেলা শাখার অভিষেক অনুষ্ঠান ও বিথীকা বিশ্বাস এর কাব্য গ্রন্থ "আলোর ভুবন" ও স্বপন সরকার এর কাব্য গ্রন্থ "শব্দ জাল" গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কবি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে কবি পার্থ সারথি সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের চেয়ারম্যান ড. অজিত দাস, প্রধান আলোচক হিসেবে কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ষষ্ঠী চন্দ্র শীল, প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় কমিটির মহাসচিব কবি আশামনি। এছাড়া আরো আলোচনা করেন দীপঙ্কর দাস রতন, অধ্যাপক কানাই লাল ভট্টচার্য, ললিত মোহন সরকার, আদিত্য কুমার সরকার,অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস লেখক ও গবেষক তাপস মজুমদার। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ছড়াকার দীপক বসুসহ প্রমুখ। যশোর জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে নজরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক পার্থ সারথী সরকার।


আপনার মূল্যবান মতামত দিন: