কবি ফুলসুরাত মিনু'র কবিতা "পুরুষ"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০ ১১:৫৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২০ ১১:৫৭

ছবি সমসাময়িক
পুরুষ ফুলসুরাত মিনু পুরুষ মানে টাকার মেশিন সইতে হবে কষ্ট, সে যোগাবে সবার মন পুরো জীবন নষ্ট। সংসারের ওই জোয়াল কাঁধে টানছে গরুর মত, প্রবাস জীবন দিচ্ছে পাড়ি বয়স বাড়ুক যত। কত পুরুষ বাড়ি ছেড়ে শহর মুখি হয়, টাকার পিছু ছুটতে গিয়ে তাদের জীবন ক্ষয়। কেউবা ভাবে ধনী হবে বিয়ের বাঁধন ভুলে, কোটি টাকার মালিক হয়ে বধু নিবে তুলে। কত পুরুষ টাকার নেশায় প্রবাস জেলে রয়, মোবাইলে কবুল বলে মন-শান্তনা পাই। নর-নারী নয়তো সমান নারী হিংসা জাতি, নারীর মত পুরুষ হলে নিভতো ভূবন বাতি। মা'য়ের জাতি মায়াবতী লাজুক ঘরের কোণে, পুরুষ তাদের শেষ ভরসা জানে সর্ব জনে। সব পুরুষ যে কঠোর শ্রমিক সেটাও সঠিক নয়, কিছু পুরুষ বদমেজাজি, অবোধ অলস হয়। যাদের ঘরে নেই তো পুরুষ তারাই শুধু জানে, কী অসহায় কাটে তাদের বোঝে জীবন মানে।


আপনার মূল্যবান মতামত দিন: