এইচএসসিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সস্মিলনী ডিগ্রি কলেজ

মনিরামপুর প্রতিনিধি।। | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪ ১৫:০৭

মনিরামপুর প্রতিনিধি।।
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪ ১৫:০৭

ফাইল ফটো।

মণিরামপুর(যশোর)সংবাদদাতা।। চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে মণিরামপুর উপজেলার ১৫টি কলেজের মধ্যে পাশের হারে উপজেলার সম্মিলনী ডিগ্রি কলেজ ৮২.৯২% পাশ করে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্থান লাভ করেছে। পাশাপাশি সর্বোচ্চ ৩৫ জন জিপিএ-৫ পেয়ে মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজ এবারও শ্রেষ্ঠ হয়েছেন। পক্ষান্তরে উপজেলার নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ থেকে কেহই পাশ করে নাই। প্রাপ্ত ফলাফল সুত্রে জানা গেছে, উপজেলার সম্মেলনী ডিগ্রি কলেজ থেকে চলতি বছর মোট ১২৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১০২ জন, জিপিএ-৫=২ জন, পাশের হার ৮২.৯২%। এ ছাড়া মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজ মোট পরীক্ষার্থী ৩৫৫জন,পাশ করেছে ২৪৪ জন ,জিপিএ-৫=৩৫ জন,পাশের হার ৬৮.৭৩%। মণিরামপুর সরকারি কলেজ মোট পরীক্ষার্থী=৩৯৫ জন , পাশ করেছে ২৩৯জন ,জিপিএ-৫= ২৩ জন। রাজগঞ্জ ডিগ্রি কলেজ মোট পরীক্ষার্থী = ২৯২ জন,পাশ করেছে ১৬৯ জন ,জিপিএ-৫ =১৭ জন। মাতৃভাষা কলেজ মোট পরীক্ষার্থী =৭৩ জন,পাশ করেছে ৫৩ জন ,জিপিএ-৫ = ৪ জন। নেহালপুর স্কুল এন্ড কলেজ মোট পরীক্ষার্থী =২০৫ জন,পাশ করেছে ১০২জন ,জিপিএ-৫ =৮ জন। মশিয়াহাটি ডিগ্রি কলেজ মোট পরীক্ষার্থী =১৩৭ জন,পাশ করেছে ৬১ জন ,জিপিএ-৫ =৩ জন। বালিয়াডাঙ্গা খানপুর কলেজ মোট পরীক্ষার্থী = ৭৯ জন,পাশ করেছে ৪২ জন ,জিপিএ-৫ = ২ জন। পলাশী আদর্শ কলেজ মোট পরীক্ষার্থী = ১২৫ জন,পাশ করেছে ৬৫ জন , জিপিএ-৫ = ৩জন। ঢাকুরিয়া কলেজ মোট পরীক্ষার্থী =১২২জন,পাশ করেছে ৬১জন,জিপিএ-৫ =৬ জন। কুয়াদা স্কুল এন্ড কলেজ মোট পরীক্ষার্থী =১১৩ জন,পাশ করেছে ৭১ জন ,জিপিএ-৫ = ৪ জন। চিনাটোলা কলেজ মোট পরীক্ষার্থী = ৪৩ জন,পাশ করেছে ২৮ জন ,জিপিএ-৫ =৩ জন। গোপালপুর স্কুল এন্ড কলেজ মোট পরীক্ষার্থী =৯৫ জন,পাশ করেছে ২৪জন। পক্ষান্তরে উপজেলার নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ থেকে ৩জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেহই কৃতকার্য হতে পারেনি।




আপনার মূল্যবান মতামত দিন: