কবি অলিয়ার রহমানের কবিতা "ক্ষুধিত পাষাণ"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০ ১০:৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০ ১০:৫০

ছবি সমসাময়িক
[gallery ids="1183"] ---------ক্ষুধিত পাষাণ অলিয়ার রহমান

অনেক আলোর অন্তিম কাল ভবে কালো নিশীথের বিরহিণী জাগে একা, মানুষে মানুষে বিভেদ হয়েছে যবে অরুণ আলোর হয়ে গেছে যবনিকা। ক্ষুধিত পাষাণ অমৃতের লোভে থাকে দলে যায় যতো নবান্নের পাকা ধান, দূর আকাশের তারাদের শাখে শাখে ঝুলে থাকে শত ব্যথাতুর অভিমান। স্বর্ণ পাহাড়ের আলোক চূড়ায় বসে তৃষ্ণার চোখ অসীমের পানে চায়, ক্ষীণকায় শরীর মৃত্যুরে ভালবেসে অবশেষে তারা মুক্তির দেখা পায়। ক্ষুধিত পাষাণ তবুও পথের ধারে কারবালা আঁকে সীমারের রূপে রোজ, শত ঝরনার পুষ্পিত কারাগারে পায় নাকো কভু তৃষিত জলের খোঁজ। চাতক পাখিরা শিশিরের জলে ভিজে রোদেলা দুপুরে মেলে দেয় দু'টি ডানা, কতো অসহায়া কেঁদে ফেরে নিজে নিজে ক্ষুধিত পাষাণের সেকথা হয়না জানা। হাজার ফুলের ব্যাকুলপুরীতে বাস প্রজাপতিদের রঙিন পাখার রূপ, অট্টহাসিতে করে শুধু পরিহাস চারপাশে ওড়ে আগর কাঠের ধূপ। কোন ভেদ নেই আঁধার দেশের ঘরে ভৃত্যে-মনিবে পিপাসিত পথে হাটে, পাষাণের প্রেম জ্বলে থাকে থরে থরে ক্ষুধার নেশাটা আঁধারের দেশে কাটে।




আপনার মূল্যবান মতামত দিন: