
শীতে উঁকি দেওয়া সূর্য আলোকে যদি ফিরে পেতে চাই তোমাকে, তুমি দিও না গা ঢাকা তুমি যে আমার প্রাণের সখা।
শীতের আমেজে এসো তুমি সংগোপনে শীত যেমন এসেছে চুপিচুপি আমাদের অঙ্গনে, তেমনি করে এসো তোমার আসাটা যেন কেউ না জানে। যায়গা করবো ঘরেতে তোমায় যেমন করেছিলাম মনের কোণে।
যতন করে খাওয়াবো তোমায় পিঠা পুলি খেলবো খেলা সাথে তোমার বউ কুলি, জড়িয়ে রাখবো তোমাকে আামার উষ্ণ কম্বলের ভাঁজে কইব রসালো কথা সারারাত ভোরে।
রাতে খাওয়াবো শীতের পিঠা সাথে গুড়ের সন্দেশ সকালে ছোলা বুট আর মিষ্টি খেজুর রসে ভেজাবো বেশ।
শীতে হবে তোমার থর কম্পন আগুন পোহাতে গুছিয়ে নেবো শুকনো জঙ্গল, জঙ্গল পোড়া আগুনের আভায় নতুন করে তোমাকে দেখবে সবাই।
শীতে ফিরে আসা অতিথি পাখি তুমি এভাবে বরণ করব তোমায় ছাড়বোনা আমি।

আপনার মূল্যবান মতামত দিন: