03/29/2025 শামসুন্নাহার এর লেখা কবিতা- শীতে নিমন্ত্রণ
শামসুন্নাহার এর লেখা কবিতা- শীতে নিমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারী ২০২২ ১৬:০৩
শীতে উঁকি দেওয়া সূর্য আলোকেযদি ফিরে পেতে চাই তোমাকে, তুমি দিও না গা ঢাকা তুমি যে আমার প্রাণের সখা।
শীতের আমেজে এসো তুমি সংগোপনেশীত যেমন এসেছে চুপিচুপি আমাদের অঙ্গনে,তেমনি করে এসো তোমার আসাটা যেন কেউ না জানে। যায়গা করবো ঘরেতে তোমায় যেমন করেছিলাম মনের কোণে।
যতন করে খাওয়াবো তোমায় পিঠা পুলিখেলবো খেলা সাথে তোমার বউ কুলি, জড়িয়ে রাখবো তোমাকে আামারউষ্ণ কম্বলের ভাঁজেকইব রসালো কথা সারারাত ভোরে।