মনিরামপুর হাসপাতালে ২৭ কর্মচারীর ভিতর বেতন পেলেন একতা আউটসোর্সিংয়ের ১১ জন

মনিরামপুর প্রতিনিধি। | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫ ১৬:৩৫

মনিরামপুর প্রতিনিধি।
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫ ১৬:৩৫

ছবি- মনিরামপুর হাসপাতাল।

বিশেষ প্রতিনিধি।। যশোরের মনিরামপুর হাসপাতালে ২৭ কর্মচারী দেড় বছর পর বেতন পেয়েছেন মাত্র ১১জন। যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ২৭ কর্মচারী প্রায় দেড় বছর ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলেন অবশেষে ১১ জনের মুখে হাসি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পেয়ে যশোরের সিভিল সার্জন তিন ধাপে দরপত্র আহ্বানের মাধ্যমে এসব কর্মচারী বাছাই করে। এরপর অর্থ প্রাইভেট লিমিটেড, গালফ সিকিউরিটি সার্ভিস ও একতা আউটসোর্সিং লিমিটেড নামের তিন প্রতিষ্ঠান দরপত্রে জিতে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন কর্মচারী নিয়োগ দেয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মনিরামপুর হাসপাতাল সূত্রে জানা গেছে, যেসব হাসপাতাল ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়ে লোকবলের সংকটে ভুগছে সেসব হাসপাতাল বেছে নিয়ে তৃতীয় একটি পক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে হাসপাতালগুলোতে কর্মচারী নিয়োগের অনুমোদন এনে সিভিল সার্জনের মাধ্যমে কর্মচারী নিয়োগ দিয়েছে। মনিরামপুরে এমন নিয়োগ পেয়েছেন ২৭ কর্মচারী। নিয়োগকারী সংস্থা কর্মচারীদের মাসিক ১৬ হাজার ১৩০ টাকা বেতনভাতা পরিশোধ করবে। এর মধ্যে কয়েকজনের যোগদানের মেয়াদ দেড় বছর পার হয়েছে । বেতন না পেয়ে কয়েকজন ইতিমধ্যে কাজ ছেড়ে চলে গেছেন এখন ১৯ জন কর্মচারী হাসপাতালে কাজ করছেন বলে জানাগেছে।

অর্থ লিমিটেডের নিয়োগ ১১ জন। অর্থ প্রাইভেট লিমিটেডের মাধ্যমে আউটসোর্সিংয়ে নিয়োগ পেয়ে ২০২৩ সালের ৩০ জুন মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন ১১ জন কর্মচারী। নয় মাস বিনা বেতনে কাজ করার পর তাঁরা জানতে পারেন অর্থ লিমিটেডের নিয়োগ বাতিল করা হয়েছে।

গালফের নিয়োগ ৮ জন। অর্থ লিমিটেডের নিয়োগ বাতিলের পর একই বছরের এপ্রিলে গালফ সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে মনিরামপুর হাসপাতালে আউটসোর্সিংয়ে নিয়োগ পেয়েছেন ৮ কর্মচারী।

সর্বশেষ একতা আউটসোর্সিংয়ের নিয়োগে ১১ জন কর্মচারী নিয়োগ দিয়েছেন। মাসের পর মাস বেতন দিতে ‘অর্থ’ ও ‘গালফ’ ব্যর্থ হওয়ার মধ্যে ২০২৪ সালের জুলাই মাসে একই প্রক্রিয়ায় মনিরামপুর হাসপাতালে ১১ কর্মচারী নিয়োগ দেয় একতা আউটসোর্সিং নামের একটি প্রতিষ্ঠান। তবে সবাই বেতন দিতে ব্যর্থ হলেও একতা আউটসোর্সিং ঠিকই তার আওতাধীন সবাইকে বেতন দিয়েছেন একসাথে ৬ মাসের। বেতন পেয়ে একতা আউটসোর্সিংয়ের সবাই তাদের কোম্পানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একতা আউটসোর্সিংয়ের রায়হান নামের এক কর্মচারী বলেন সামনে ঈদ, আমরা ঈদের আগে বেতেন পেয়েছি এটা আমাদের জন্য অনেক বড় আনন্দের। তবে আমাদের বেতন ৯ কর্মদিবসের কেটে রেখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়সাল বলেন আউটসোর্সিংয়ের ১৯ জন আছেন। এর মধ্যে এই প্রথম একতা আউটসোর্সিংয়ের ১১ জনকে জয়েনিং এর তারিখ থেকে ৬ মাসের বেতন দেওয়া হয়েছে। এতে আমি খুবই আনন্দিত একতা আউটসোর্সিং কেউ ধন্যবাদ। বাকিদের মধ্যে গালফের নিয়োগের বেতন খুব শীঘ্রই পাবেন বলে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে। তবে অর্থ লিমিটেডের বিষয়ে আমার কোন ধারণা নাই ।




আপনার মূল্যবান মতামত দিন: