কেশবপুর বাহরুল উলুম কামিল মাদ্রাসায় উপাধ্যক্ষ ও কম্পিউটার অপারেটরের যোগদান

অলিয়ার রহমান | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৭

অলিয়ার রহমান
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৭

ছবিঃ নিউজ

অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ


কেশবপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কেশবপুর বাহরুল উলুম কামিল মাদ্রাসার নব নিযুক্ত উপাধ্যক্ষ ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগদান অনুষ্ঠান আনুষ্ঠানিক ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে মঙ্গলবার দুপুরে মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ওই অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ফসিয়ার রহমানের সভাপতিত্বে ও প্রভাষক জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি , কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান।

পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, মুহাদ্দিস মুস্তাফিজুর রহমান, মুফতি আহসানুল্লাহ, প্রভাষক তবিবুর রহমান, নব নিযুক্ত উপাধ্যক্ষ আব্দুল হাই, সহকারী শিক্ষক তাওহিদুল ইসলাম,দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আব্দুস সামাদ,কোরআন তেলাওয়াত করেন হাফেজ খালেদ সাইফুল্লাহ ,হামদ ও নাত পরিবেশন করেন হাফেজ মোঃ আহনাফ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন সহ অধ্যাপক মাওঃ খিজির আলী, মুহাদ্দিস নূরুল ইসলাম,দোরমুটিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু তালেব, সারুটিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হালিম ও পৌরসভার প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টু এবং মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী, ছাত্র, ছাত্রীবৃন্দ।

 




আপনার মূল্যবান মতামত দিন: